নগরীর চাষাড়া মোড় সংলগ্ন সান্তনা মার্কেট এর সামনে থেকে এক অভিযানে কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের লীডার সাজ্জাদসহ মোট ১০ সদস্য আটক র্যাব-১১।
অস্ত্রের মহড়া দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বেশ কিছু অভিযোগে নিম্নে উল্লেখিত ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব।
এদের ভেতর কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা যায়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে নারায়ণগঞ্জ সদরের চাষাঢ়া মোড় এবং ফতুল্লার ইসদাইর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা আটককৃতরা হলেন, পূর্ব ইসদাইর (আব্দুল্লাহ সাহেবের বাড়ির ভাড়াটিয়া) আব্দুল মান্নানের ছেলে এবং সাজ্জাদ গ্রুপের লিডার সাজ্জাদ হোসেন (২৩), টানবাজার পদ্মা সিটি-১ এসএম সালেহ রোডের বাসিন্দা শাখাওয়াত হোসেনের ছেলে সাবিদ মেহরাব সীমান্ত (১৯), উত্তর র্যালী বাগানের ৬৬ নং নয়ামাটি রোডের বাসিন্দা জগদীস চন্দ্র দাসের ছেলে রাজা দাস (২৪) এবং একই স্থানীয় বাসিন্দা প্রভ’ চন্দ্র দাসের ছেলে জয় দাস (২৩), নাহিয়ান আজম ইভান (২৫), সালমান (১৮), জুম্মান (১৭), রায়হান (১৬), মানিক বালা (১৬) এবং শাহাদাত শেখ (১৫)।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি সুইচ গিয়ার, দুটি নাকোল ডাস্টার ও দুটি লোহার পাইপ, একটি ছুরি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতাররা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে। ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতো। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর অপরাধ সংঘটন করে। তারা দলবদ্ধ হয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এবং ফতুল্লা থানায় দুটি মামলা করা হয়েছে।
জানা যায়, ইভান গ্রুপের নেতা নাহিয়ান আজম ইভানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।









Discussion about this post