ফতুল্লায় কাশিপুরের একটি ভবনের গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত (১৭ ডিসেম্বর) রাত ১২ টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সুলতান মিয়া (৬২), তার স্ত্রী সাহিদা আক্তার (৪৫), ছেলে নবী হোসেন (২৭) এবং আলী মিয়া (২৩)।
জানা যায়, কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার পর গতরাতে ভাড়া বাসায় ফেরেন তারা। রাতে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নারীসহ চারজন দগ্ধ হয়।
এমন ঘটনার বিষয়ে বিস্ফোরিত ভবনের নীচ তলার চায়ের দোকানী বলেন, আমরা বিশাল বোমার মতো আওয়াজ শুনে বেড়িয়ে দেখি তিন তলার জানালার কাঁচ ভেঙ্গে পড়েছে । আর দগ্ধদের নিয়ে একে এক চারজন হাসপাতালে রওয়ানা দেন নিজেরাই ।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের পাঠানো হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ।
তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, শাহিদা খাতুনের শরীরের ৫৩ শতাংশ, নবীর ২২ ও আলীর ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের ৩ জনকে ভর্তি রাখা হয়েছে। আর সুলতান মিয়ার শুধু মুখমন্ডলে সামান্য দগ্ধ হয়েছে। তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।









Discussion about this post