অপরাধীরা নানা পন্থায় অপরাধ করে কোন না কোনভাবে ক্ষমতাসীনদের আশ্রয় নিয়ে তাদের অপকর্ম অব্যাহত রেখে যাচ্ছে যার প্রমান আবারো করেছে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তেলচোরা দেলু ওরফে দেলোয়ার হোসেন ।
সেই দেলোয়ার হোসেন ওরফে তেলচোরা দেলু তার অপকর্ম অব্যাহতভাবে চালিয়ে যেতে ওসমান পরিবারের সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমানসহ প্রভাবশালীদের শেল্টার পেতে একেক পর এক দাবার চাল দিয়েই যাচ্ছে ।
সেই দেলুর অপকৌশল অনুসরণ করে এবার ওই তেলচোরা দেলুর ভাতিজা এবার প্রভাবশালী সাংসদ শামীম ওসমানপুত্র অয়ন ওসমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলে প্রচার করে অপকর্ম করে রক্ষা পেতে নানা কৌশল করেও শেষ রক্ষা হয় নাই আরেক কুখ্যাত অপরাধী পারভেজ প্রধান ।
নানা অপকর্মের পর এবার ফতুল্লায় অর্থ আত্নসাৎ ও প্রতারনা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী কথিত যুবলীগ নেতা পারভেজ প্রধান কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সাংসদপুত্র অয়ন ওসমানের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নিজেকে বিশাল ক্ষমতাধর হিসেবে জাহির করলেও শেষ পর্যন্ত গ্রেফতার হলে অনেকেই টিপ্পনী কেটে বলেছেন, যতই ছবি তুলো আর ক্ষমতা দেখাও যমে কিন্তু ছাড়ে না এটাই প্রমাণ করেছে পারভেজ প্রধান ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে ফতুল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাকৃত পারভেজ ফতুল্লা মডেল থানার মোঃ হোসেন প্রধানের পুত্র ও জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের ভাতিজা।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, অর্থ আত্মসাতের এন,আই এক্টের মামলায় আদালত গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্র মতে, গ্রেফতারকৃত পারভেজ একজন টাউট প্রকৃতির। দলীয় কোন পদ না থাকলেও স্বীয় স্বার্থ হাসিলে সে সরকার দলীয় নেতা ও সাংসদ পুত্রের সাথে ছবি তুলে তা প্রচার করে। তার বিরুদ্ধে জাল- জালিয়াতি,ভূমী দস্যুতা ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।









Discussion about this post