দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, আমার কাছে হঠাৎ ফোন আসছে। জানানো হলো জাতির পিতার কন্যা শেখ হাসিনা ৪ জানুয়ারী একে এম সামসুজ্জোহা স্টোডিয়ামে আসবেন এবং নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জে আসবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ সংবাদকর্মীরা।









Discussion about this post