আড়াইহাজারে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার পাঁচগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ পেয়ে ইতোমধ্যে চার ধর্ষককে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের শিকার ওই নারী উপজেলার পাঁচগাঁও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জননী। আর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া, দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল, আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইলিয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা, মাঝেরচর এলাকার কাশেমের ছেলে কামরুল ইসলাম।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে আসামি কামরুলের অটোরিকশায় চড়ে রহিমদী এলাকায় কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে জানায় কামরুল। এসময় আশেপাশে ওঁত পেতে থাকা আরও তিনজন এসে কামরুলের সহযোগিতায় গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদি হয়ে আড়াইহাজার থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসান জানান, অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।









Discussion about this post