বন্দর থেকে সাবেক স্বামীকে অপহরণ করে নিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় ও আদালতে মামলা হয়েছে। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গেছে, বন্দরের কদম-রসুল এলাকার মৃত জিএম মাসুদ মিয়ার ছেলে শফিউল আযমের সাবেক স্ত্রী হোসনে আরা বিথী।
বন্দরের নবীগঞ্জ খেয়াঘাট থেকে বিথীর সহযোগিতায় ৩-৪ জন লোক শফিউল আযমকে অপহরণ করে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীর একটি তিনতলা ভবনে আটক রেখে রাতভর নির্যাতন করে কাবিননামায় জোরপূর্বক স্বাক্ষর রেখে রাত ৩টায় ছেড়ে দেয়। পরে তিনি বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও আদালতে মামলা করেন।
এ ব্যাপারে শফিউল আযম জানান, ২০০৯ সালে হোসনে আরা বিথীকে বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে বনিবনা না হলে ২০১২ সালে বিথীকে তালাক দেন। পরে তিনি ২০১৬ সালে দ্বিতীয় বিয়ে করে বিদেশে চলে যান। সম্প্রতি তিনি ছুটিতে দেশে এসে সন্তানের সঙ্গে দেখা করতে চাইলে বিথী লোক পাঠিয়ে তাকে নবীগঞ্জ খেয়াঘাট থেকে গত ২৯ ডিসেম্বর অপহরণ করে নিয়ে একটি ভবনে গভীর রাত পর্যন্ত আটকে রেখে মারধর করে একটি কাবিননামায় স্বাক্ষর রেখে ছেড়ে দেয়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সালেক বলেন, এ ব্যাপারে আদালতে মামলা ও থানায় অভিযোগ হয়েছে। তদন্তের ঘটনার সত্যতা পেয়েছি। আদালতে এর প্রতিবেদন দেব।









Discussion about this post