নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও মহিলা আওয়ামী লীগের নেত্রী বিউটি বেগম কুট্টিকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । পুলিশ সুপার হারুন অর রশিদ এর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মাদক ও আধিপত্য বিস্তারের কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে । যার প্রকৃত ঘটনা জানতে কাজ করছে ডিবি পুলিশসহ একাধিক দল ।
আজ (২৬ জুন) ভোরে উপজেলার চনপাড়া বস্তির সামনে এই ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে আছি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে বিউটি আক্তার কুট্টি প্রতিদিনই ভোরে চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হতেন।
প্রতিদিনের মতো আজও বের হয়েছিলেন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা পশ্চিমগাঁও এলাকায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়।
নিহতের মাথায়, ঘাড়ে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কোনো ধারালো অস্ত্র ধারা উপর্যুপুরি আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, তবে কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনও কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ্ আল মামুন জানান, এ হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না, বিষয়টি তদন্ত সাপেক্ষ। শীঘ্রই হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর রাতে রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিউটি আক্তারের সঙ্গে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আনোয়ার হোসেন পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিউটির স্বামী হাসান মহুরি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাঁকে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৬ নভেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিউটি আক্তার কুট্টিক বাদী হয়ে হত্যা মামলা করেছিলেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে।
ওসি মাহমুদুল হাসান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মাথায় ধারালো অস্ত্রের আঘাতেই বিউটি বেগমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।









Discussion about this post