প্রতিনিধি আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামীন ব্যাংক,এনজিও সিডার ও একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা,স্বর্ণালংকার, মোবাইল সেট সহ ৪৫লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাতির ঘটনাটি ঘটেছে,গত বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত উপজেলার আড়াইহাজার থানা বাউন্ডারির একশ গজ দূরে দেবীপুরা এলাকায় কাপড় ব্যবসায়ী আসাদুজ্জামান বাবু ও আক্তারুজ্জামান টিপু’র বাড়িতে।
গৃহকর্তা আক্তারুজ্জামান টিপু জানান,রাত ১টার দিকে ১৫/১৬ জনের একদল দেশীয় অস্ত্রধারী ডাকাত তাদের দালানের কেচি গেইটের তালা কেটে নিচতলা তার বড় ভাই আসাদুজ্জামান বাবু ও দ্বিতীয় তলায় তার বাসার দরজা ভেঙ্গে প্রবেশ করে।
পরে তারা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ও বাড়ির সকলের হাত-পা বেঁধে ষ্টিলের আলমারী ও সুকেস ভেঙ্গে নগদ ২লক্ষ টাকা, ৪০ভরি ওজনের স্বর্ণালংকার ও ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঐ সময় তাদের দ্বিতীয় তলায় গ্রামীন ব্যাংকের অফিসের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে বিভিন্ন সুকেস ভেঙ্গে তছনছ করে ব্যাংকের টাকা না পেয়ে অফিসে থাকা প্রশিক্ষনার্থী কেন্দ্র ব্যবস্থাপক রিয়াজ হোসেনের কাছ থেকে ৬হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদল। বাড়ির নিচতলায় এনজিও সিডার অফিসের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ও একই বাড়ির অন্য একটি দালানের তাদের কার্যালয়ে তালাকেটে ডাকাতদল ভিতরে গিয়ে বিভিন্ন আলমারী ও ড্রয়ার ভেঙ্গে অফিস ও ব্যক্তিগত নগদ ৮৬ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এনজিও সিডার এর ম্যানেজার রাজিব হোসেন জানান,তাদের নগদ টাকা এ অফিসে রাখা হয়না। বিকালে কালেকশন হওয়া কিছু টাকা ও ব্যক্তিগত টাকা এবং ষ্টাফদের ম্যাচের খাবারের টাকা লুট করে ডাকাতদল। গৃহকর্তা আসাদুজ্জামান বাবু বলেন,ডাকাতদের মুখ বাঁধা অবস্থায় ছিল এবং তারা পুরো বাড়ি ঘেরাও করে ডাকাতি করে। পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার সন্নিকটে ডাকাতি হওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
এব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আহসানউল্লাহ ডাকাতির সত্যতা নিশ্চিত করে জানান, এখনো মামলা হয়নি। তবে দ্রুত ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান।আড়াইহাজারে ব্যাংক, এনজিও ও বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান ।








Discussion about this post