নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল লেক পাড়ে মশাল মিছিল ও ফতুল্লার পঞ্চবটি এলাকায় পিকআপ ভ্যানে আগুনের পর রাতে রূপগঞ্জে নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপির যুব সংগঠন যুবদল।
এসময় রূপগঞ্জে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে দলের নেতাকর্মীরা। এর পরপরই এশিয়ান হাইওয়ের ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শুক্রবার (৫ জানুয়ারী) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা ও রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে।
এশিয়ান হাইওয়ের ঘটনাস্থল থেকে গ্রেপ্তাররা হলেন : যুবদলকর্মী মোবার হোসেন ও তানভীর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে তা বর্জনের ডাক দিয়ে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডাকে বিএনপি। হরতালের সমর্থনে শুক্রবার রাতে নারয়ণগঞ্জ মহানগরী ও রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের লালমাটি এলাকায় মশাল মিছিল বের করে উপজেলা যুবদল নেতাকর্মীরা। এসময় তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিসংযোগকারীকে খুঁজতে পুলিশ কাজ করছে।
অপরদিকে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, সড়কে নাশকতার চেষ্টাকালে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









Discussion about this post