গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার তিন ঘণ্টা পরে ঢাকা থেকে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল শুরু হয়। তিন ঘন্টা নারায়ণগঞ্জ থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মধ্যে পরে শত শত যাত্রী।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
এর আগে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক।
ওই ঘটনার গেন্ডারিয়া ষ্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা-মাওয়া, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশন হয়ে যে ট্রেনগুলো চলে, সে ট্রেনগুলোর কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানান আনোয়ার হোসেন।
অগ্নিকাণ্ডের পর বাংলাদেশ রেলওয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে।
আনোয়ার হোসেন জানান, বেনাপোল এক্সপ্রেস ছাড়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে, খুলনাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে যাবে। কমলাপুর থেকে দুপুর ৩টায় ছেড়ে যাবে রাজশাহীগামী আন্তঃনগর এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস। এ ট্রেনগুলো ঢাকা-গেন্ডারিয়া-পদ্মা সেতু রুটে চলাচল করে।
এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার যথাসময়ে চলাচল করবে বলে জানা গেছে।









Discussion about this post