রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেটকারের সঙ্গে মালবোঝাই মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারে থাকা এক পরিবারের চার জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পূর্বাচল-১ নম্বর সেক্টরের শেখ হাসিনা সরণীতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাজধানীর খিলক্ষেত থানার তলনা এলাকার সাইদুল হাসান সুমন (৪০), তার স্ত্রী তালজিল আহমেদ সম্পা (৩০), ছেলে তাজবিন হাসান (১৪) ও তাইমুন হাসান কারিফ (৫)।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, রাতে ওই সড়কের শেখ হাসিনা স্টেডিয়াম সংলগ্ন গোল চত্বর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে দ্রুত গতিতে আসা একটি মালবোঝাই মিনি ট্রাক ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে কারে থাকা একই পরিবারের চার জন গুরুতর আহত হয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আহতের প্রাইভেটকার থেকে বের করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করছে।









Discussion about this post