নানা সমস্যায় জর্জরিত নারায়ণগঞ্জ । ওসমান পরিবারের সাথে চুনকা পরিবারের নানা কারণে মতানৈক্য থাকায় জেলা শহরের প্রভাবশালী এই দুই পরিবারের বিরোধ মারাত্মক আকার ধারণ করে। নোঙড়া আচরণ, অকথ্য ভাষায় বাক যুদ্ধ থেকে শুরু করে অস্ত্র নিয়ে যুদ্ধ নগরবাসীর সামনেই ঘটেছে। হামলা – মামলাসহ নানা অঘটের মাঝেই দ্বাদশ নির্বাচনের পূর্বে অর্থাৎ গত ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে প্রথম বারের মতো নাাসিক ভবনে উপস্থিত হন আওয়ামীলীগের সংসদ সদস্য শামীম ওসমান, তার বড় ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান, জাতীয় পার্টির তৎকালীন সময়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এরপর থেকে শুরু হয় রাজনৈতিক দ্বন্ধের বরফ গলা।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে এবার সাক্ষাৎ করতে আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে নগরভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর নিজের দুগ্ধ খামারের উৎপাদিত মিষ্টি নিয়ে হাজির হন সিটি কর্পোরেশনের ১৭ টি ওয়ার্ড ও সদর-বন্দর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন নারায়ণগঞ্জ-৫ এর এমপি সেলিম ওসমান।
জানা যায়, নগরভবনে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন সেলিম ওসমান। এসময় নগরীর যানজট, হকার সমস্যাসহ নানা বিষয়ে দুই জনপ্রতিনিধির মধ্যে আলোচনা হয়। নগরীর সমস্যা সমাধানে অংশীজনদের নিয়ে একটি গোল টেবিল বৈঠকের বিষয়ে সম্মত হন তাঁরা।
ওসমান পরিবারের সদস্য শামীম ওসমানের সাথে বিভিন্ন বিষয়ে বিরোধ থাকলেও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সংসদ সদস্য সেলিম ওসমানের সম্পর্ক আগে থেকেই অনেকটাই স্বাভাবিক। বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা সাক্ষাৎ, কথা বার্তা হয়। এর আগেও একাধিকবার সিটি কর্পোরেশনে এসেছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান। নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নেও অভিন্ন কথা বলতে শোনা যায় তাদের দুইজনকে।









Discussion about this post