রূপগঞ্জের এক বৃদ্ধ ব্যবসায়ী তাঁর সন্তানদের বিরুদ্ধে ‘জমি ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামে লিখে দিতে’ হুমকির অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন হাজী সাইজউদ্দিন নামে ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধ পিতা।
তাঁর অভিযোগ, দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানকে বঞ্চিত করে সকল সম্পত্তি প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানদের নামে লিখে না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ শহরের প্রভাবশালী একটি মহলও তাঁর প্রথমপক্ষের স্ত্রীর সন্তানদের পক্ষে হুমকি-ধমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে সাইজউদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর দ্বিতীয় স্ত্রী গুলনাহার বেগম।
তিনি বলেন, তাঁর স্বামী সাইজউদ্দিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা এবং ওই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে ভুগছেন। প্রথমপক্ষের স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন। প্রথমপক্ষে তার ৬ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে রয়েছে এক ছেলে। বার্ধক্যজনিত কারণে নিজের মালিকানাধীন টেক্সটাইল মিলটির দায়িত্বভার প্রথম স্ত্রীর সন্তানদের দিয়েছিলেন। কিন্তু ব্যবসায়ী ক্রমাগত লোকসান হওয়ার কারণে তিনি পরে নিজেই ব্যবসার কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেন। কিন্তু গত কয়েকবছর যাবৎ তাঁর জমি সন্তানদের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করতে থাকে। জমি লিখে না দিলে সাইজউদ্দিন, তাঁর দ্বিতীয় স্ত্রী ও ছেলেকে বাড়ি থেকে মারধর করে করে দিয়ে কারখানার যন্ত্রপাতি বিক্রি করে দেয়।
সাইজউদ্দিন বলেন, ‘আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি একটি মামলা করি। বর্তমানে আমি সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও ছেলের সাথে শ্বশুরবাড়িতে থাকি। কিন্তু সেখানেও আমার প্রথম স্ত্রীর ঘরের সন্তানেরা সন্ত্রাসী লোকজন পাঠিয়ে হুমকি-ধমকি দিচ্ছে।’
প্রথমপক্ষের সন্তানদের পক্ষ হয়ে তাকে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও দলটির যুব সংগঠন জাতীয় যুব সংহতির জেলা কমিটির আহ্বায়ক রিপন ভাওয়াল ও স্থানীয় সন্ত্রাসী তৈমুরের বিরুদ্ধে। রিপন ও তৈমুর প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তারা সাইজউদ্দিনকে শহরের কলেজ রোড এলাকায় নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানের ব্যক্তিগত কার্যালয়েও দেখা করতে বলেন। সাইজউদ্দিনের দ্বিতীয় স্ত্রী সেখানে গেলে জমি প্রথমপক্ষের সন্তানদের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করে বলে অভিযোগ সাইজউদ্দিনের। আগামী ২৭ তারিখ আইনজীবীকে সাথে নিয়ে পুনরায় ওই কার্যালয়ে যাওয়ার জন্যও বলেছে।
সাইজউদ্দিনে বলেন, ‘আমার জমিজমার বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু বর্তমানে আমার ছেলেমেয়েদের মারমুখী আচরণের কারণে আমি বর্তমানে প্রাণনাশের ভয়ে আছি। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে জাপা নেতা রিপন ভাওয়াল দাবি করেন, ‘আমি আসলে ওনাদের চিনিই না৷ ওনারা পারিবারিকভাবে মুরুব্বিদের নিয়ে পারভীন ভাবীর ওইখানে বসছিলেন, তখন অন্য একটা কাজে আমি সেখানে দিয়েছিলাম৷ তখনই তাদের প্রথম দেখি৷ তাদের পারিবারিক এ ব্যাপারের মধ্যে আমি কোনোভাবেই জড়িত নই৷’









Discussion about this post