ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) ঘিরে নানা বিতর্ক সৃষ্টির পর রোববার রাত ১০ টায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেছেন, “নম পার্ক নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর পর আমি আজ রোবাবার রাতেই মেলা ও লটারী বন্ধ করে দিয়েছি । এখনে কোন নৃত্য, জুয়া বা যাত্রা অথবা সার্কাসের কোন ঘটনা ছিল না। একটি সামাজিক সংগঠনের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম তখন আমার পার্কের কর্তৃক্ষের লোকের সাথে একটি ইভেন্টের সাথে মেলা করার চুক্তি হয়৷ যাতে পরিস্কারভাবে লিখা আছে, এখানে কোন জুয়া, অশ্লীল ও অসামাজিক কাজ করা যাবে না। ব্যাস্ততার কারনে আমি পরিপূর্ণ খেয়াল রাখতে পারিনি৷ আমি যখন ভালোভাবে জানতে পারলাম তখনি পার্ক কতৃপক্ষকে এই মেলা বন্ধের নির্দেশ প্রদান করি।’
শাহ নিজামের এমন বক্তব্যের পর সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে চাষাঢ়ায় বিকেএমইএ ভবনে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এক মতবিনিময় সভায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) ‘জুয়া’ বন্ধ করতে আল্টিমেটাম দিয়েছেন । নইলে সেলিম ওসমান নিজে মঙ্গলবার উপস্থিত হয়ে তা উচ্ছেদ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷
হুঁশিয়ারি উচ্চারণ করে সেলিম ওসমান বলেন, ‘আমরা প্রেস ক্লাব, বার অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ চেম্বার ও ব্যবসায়ী সমাজ বলছি, ওনারা সতর্ক হয়ে যাবেন এবং এটা (জুয়া) বন্ধ হয়ে যাবে৷ যদি বন্ধ করা না হয় তাহলে আগামীকাল সেলিম ওসমানের নেতৃত্বে ওই পার্ক নিশ্চিহ্ন করে দেওয়া হবে ৷ যদি আজকের মধ্যে ওটা বন্ধ করা না হয় তাহলে আগামীকাল সন্ধ্যার মধ্যে সংসদ থেকে এসে আমি ওটা উচ্ছেদ করে দেওয়া হবে৷ যদি কোন বাপের ব্যাটা থাকে তাহলে সেটা আটকিয়ে রাখুক ৷ আমরা কথা না কাজে বিশ্বাসী ৷ বলেছি বন্ধ করতে হবে মানে বন্ধ করতে হবে ৷’
তিনিবলেন, ‘নাসিম ওসমান চারবারের সংসদ সদস্য, তাঁর নামে জুয়ার বোর্ড বসবে ! কে সেই পারমিশন দিলো ? আমি চাই আজকের থেকেই এই জুয়ার বোর্ড যেন বন্ধ হয়৷ নাহলে আমি এই অপকর্ম বন্ধ করবো ৷’
তিনি আরও বলেন, ‘আমি আজকে সকালে গিয়েছিলাম, গিয়ে দেখি কেউ নাই ৷ আমি শুনেছি, নাসিম ওসমানের সন্তানের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই ৷ চিলড্রেন পার্ক হিসেবে ওটাকে পার্ক বানানো হয়েছে, সাথে একটা রেস্টুরেন্ট করা হয়েছে ৷ কিন্তু সেখানে জুয়া চলবে, তা তো হতে পারে না ৷ আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ রাখবো, আজকে সন্ধ্যা থেকে সেখানে যেন কোন জুয়া না চলে ৷ তিনি যত বড়ই নেতা হন না কেন, এটি তিনি করতে পারেন না ।’
উল্লেখ্য, ২৫ জানুয়ারী বৃহস্পতিবার রাতে নগরীর ঢাকা নারায়ণগঞ্জ লিংক সড়কের নম পার্কে উপস্থিত হয়ে প্রয়াত বাবা সংসদ সদস্য নাসিম ওসমানের একমাত্র পুত্র আজমেরী ওসমান তার বাবার নামে পরিচালিত পার্কে নগ্ন নৃত্য, জুয়া, যাত্রা পালা বন্ধ করতে অনুরোধ করে। এমন ঘটনার কিছুক্ষণের মধ্যে র্যাব, থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক দল পুরো নারায়ণগঞ্জ তন্নতন্ন করে খুঁজে আজমীর ওসমানের ৫ সহযোগী নাছির, ইসলাম, তানজিল, সালাউদ্দিন, তানিম, বান্টিকে গ্রেফতার করে। যা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে কয়েকদিন যাবৎ। এমন সমালোচনায় রোববার রাতে মেলা ও লটারী বন্ধ করে দেয় শাহ নিজাম । এরপর নারায়ণগঞ্জ সদর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান হুঁসিয়ারী দেন সোমবার বিকেলে ।









Discussion about this post