ফতুল্লায় এই প্রচন্ড শীতের মধ্যেও সড়কে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লায় দীর্ঘদিন ধরে সড়কে জমে থাকা পানি অপসারণের দাবিতে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।
সোমবার (২৯ জানুয়ারী) ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন হয়।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ পানিতে নেমে প্রতিবাদ জানান। তারা অনতিবিলম্বে জলাবদ্ধতা সমস্যার সমাধান, নতুবা ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
‘পিলকুনি থেকে ফতুল্লা রেলস্টেশন মুখী সড়কে সারা বছরই পানি থাকে। শীত মৌসুমেও এখানে বর্ষা মৌসুমের মতো পানি। এক ফোটা বৃষ্টি না হলেও সড়কে পানি জমে থাকে বছরের পর বছর। বর্ষাকালে রাস্তায় পানির কারণে কোন যানবাহন চলাচল করতে পারে না। ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। অথচ স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও এমপিকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।’
এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এমন ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, ‘সড়ক ও ড্রেন ভেঙে পড়ার কারণে রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। পানি সরিয়ে রাস্তা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।’









Discussion about this post