সেই পুরানো ভঙ্গিমায় যেন সিনেমার কোন সুটিং। আসবেন ম্যাজিস্ট্রেট, এর আগেই তৈরী থাকতে হবে ক্যামেরা। অপরদিকে মাটি খুঁড়তে রেডি থাকবে মাটি কাটার শ্রমিক। আর মাটি কাটার শ্রমিকরা মাটি খুঁড়ে তিতাসের পাইপ রেব করার সাথে সাথে ক্লিক ক্লিক শব্দে জ্বলে উঠবে ক্যামেরার বাতি। এরপর চলতে থাকবে রেকডিং । আর কেউ কেউ চুক্তি মতো লাইভ প্রচার করলে ১০ হাজার আর পরবর্তীতে সংবাদ আকারে প্রচার করলে দেয়া হবে ৫ হাজার টাকা। এই প্রচারে বক্তব্য দিবেন অভিযানকারী দলের নেতৃবৃন্দ । বলবেন, ‘আমার এই অভিযান চলমান রেখেছি । আগামীতেও চলবে এই রাজস্ব ফাঁকির বিরুদ্ধে তিতাতেসর অভিযান । ইত্যাদি -ইত্যাদি !’ এ যেন নাটক মঞ্চায়নের পান্ডুলিপি।
নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ, বন্দর ছাড়াও বিভিন্ন এলাকায় এমন পান্ডুলিপি নিয়ে দলবল নিয়ে হাজির হওয়ার ঘটান বেশ পুরানো ।
তেমনি পান্ডুলিপি নিয়ে এবার রূপগঞ্জে অভিযান চালিয়ে ১২০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
এমন ঘটনায় স্থানীয়দের অনেকেই বলেছেন, “এই নাটক আর কত দেখতে হবে ? এই অবৈধ সংযোগ দিয়েছে কারা ? মোটা অংকের টাকা এই অসহায় পরিবারগুলো থেকে নিয়েছেন কারা ? তাদের বিচার করবে কে ?
বুধবার (৩১ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ও মিয়াবাড়ী এলাকায় তিনটি পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করাকালীন সময়ে অনেকেই করেছেন ক্ষুব্ধ মন্তব্য ।
এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক রাইজার ও ১ হাজার ফিট পাইপ জব্দ করা হয় বলে দাবী করে তিতাস ।
তিতাসের জোবিঅ-সোনারগাঁও অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ জানান, দীর্ঘ দিন ধরে এক প্রভাবশালী মহল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ফায়দা লুটছে। তিতাস এসব সংযোগ সনাক্ত করে বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়ে আসছে। এর ধারাবাহিকতা বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটে নেতৃত্বে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ও মিয়াবাড়ী এলাকায় ৩ টি পয়েন্টে অভিযান চালিয়ে ১২০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।









Discussion about this post