নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
কোন অবস্থাতেই যেন আমাদের রিমান্ডে নিতে না পারে । সে দিকে উকিলের সাথে আলোচনা করে কোনখানে কি করতে হইবো সেইভাবে উকিলের সাথে আলোচনা করেন । আর একই সাথে যেন আমার জামিনের জন্য উকিলরা জোড় চেষ্টা করে । এভাবেই নারায়ণলগঞ্জ জেলা কারাগারে সাক্ষাৎ করতে আসা স্বজন ও ঘনিষ্টজনদের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধান নির্দেশনা প্রদান করেন ।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের কয়েকজন কারারক্ষি ও কয়েকজন প্রত্যাক্ষদর্শী নিশ্চিত করেছেন । শনিবার ৩ আগষ্ট বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কয়েক দফা কাউন্সিলর দুলালসহ তার সহযোগি অপর আসামীদের সাথে সাক্ষাৎ করে বলে জানায় । এ বিষয়ে কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলতে চাইলে কেউ কোন কথা বলতে চান নাই ।
৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতারকৃত সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধান সহ চার সহযোগির ৭ দিনের রিমান্ড আবেদনের পর আদালত ৪ আগস্ট রিমান্ড শুনানী ধার্য করে কারাগারের পাঠায় ।
বৃহস্পতিবার ১ আগষ্ট রাতে শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে দুলাল প্রধান সহ ৫জনকে গ্রেফতার করা হয়। অপর চারজন হলো কামাল হাসান, মনির হোসেন মনু, তানভীর আহম্মেদ সোহেল, মো. মজিবর রহমান।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট ডিবির একটি টিম নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে নবীগঞ্জ ফেরী ঘাটে অবস্থান কালে গোপন সূত্রে সংবাদ পায় যে, চাষাঢ়া হতে একটি সাদা রং এর মিনি হায়েচ গাড়ীতে (ঢাকা মেট্রো-চ-৫৩-৯৪৮) করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বহন করে নবীগঞ্জ ঘাটের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচায়ের জন্য ডিবির চৌকশ টিম রাত ৯টা ৪০ মিনিটে উক্ত মিনি হায়েচ গাড়ীটি নবীগঞ্জ ফেরী ঘাটে পৌছা মাত্রই থামানো সংকেত দিয়ে ফেরী ঘাটের রোডে যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর থামানো হয়।
উক্ত যাত্রী ছাউনিতে ও আশপাশে থাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত গাড়ী সহ গাড়ীর ভেতরে থাকা যাত্রীদের তল্লাশী কালে আসামী সাইফুদ্দীন আহম্মেদ দুলাল প্রধান (৩৮) এর দেহ তল্লাশী কালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেটে ২ বোতল ফেন্সিডিল, অপর আসামী কামাল হাসান (৪৭) এর পরিহিত প্যান্টের সামনে ডান পকেটে ২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটককৃত গাড়ী তল্লাশীকালে গাড়ীর মাঝখানের সিটের নিচে একটি শপিং ব্যাগের মধ্যে ২০ বোতল ফেন্সিডিল, গাড়ীর পিছনের সিটের নিচে অপর আরেকটি শপিং ব্যাগের মধ্যে আরো ২০ বোতল ফেন্সিডিল এবং ড্রাইভারের সিটের পিছনে পকেটে রাখা ৬ বোতল ফেন্সিডিল সর্বমোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। দুলাল প্রধানের শার্টের বুক পকেট হতে ফেন্সিডিল বিক্রির নগদ ৩২ হাজার টাকাও বিধি মোতাবেক জব্দ করা হয়।









Discussion about this post