আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজারে ধর্ষণ মামলায় হাজতবাস করে এসে ধর্ষিতাকে মারপিট করে প্রাণ নাশের হুমকী দেয়ায় ক্ষোভে দুঃখে বিষ পান করে আত্মহত্যা করেছে ধর্ষিতা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ মে) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায়। নিহত ধর্ষিতার লাশ এ রিপোর্ট লিখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রেমিক বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার রেজাউলের ছেলে জহিরুল (২৫) একই ইউনিয়নের মানিকপুর গ্রামের প্রেমকিা (২২) কে ঘুরতে নিয়ে এসে আড়াইহাজার পৌর বাজারের আব্বাস মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষে আবদ্ধ করে বলপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে ধর্ষিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করলে ধর্ষক জহিরুল পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে যায়। প্রায় ৪/৫ মাস হাজতবাস করার পর গত সোমবার জহিরুল জামিন পেয়ে বাড়ীতে আসে। বাড়ীতে এসে শুক্রবার বিকেলে ধর্ষিতাকে মানিকপুর বাজারে পেয়ে ধর্ষক জহিরুল ও তার পিতা রেজাউল মামলা তুলে নিতে চাপ দেয়।
এতে ধর্ষিতা রাজী না হলে ধর্ষক জহিরুল ও তার পিতা রেজাউল ধর্ষিতাকে অপমান অপদস্থ ও মারপিট করে। এ ঘটনা ঘটিয়ে ধর্ষকের পিতা রেজাউল মামলা থেকে বাঁচার জন্য তরিঘরি করে নিজে বাদী হয়ে উল্টো ধর্ষিতার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। এতে ক্ষোভে দূঃখে ধর্ষিতা বাড়ীতে গিয়ে বিষ পানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রমনা থানা পুলিশ একটি ইউডি মামলা গ্রহণ করে এবং ওই হাসপাতালে লাশের ময়না তদন্ত করা হয়। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে আড়াইহাজার থানা পুলিশ জানায় ।









Discussion about this post