আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার পৌরসভার গাজীপুরা এলাকায়।
ঘটনার ৩ দিন পর ধর্ষিতা ওই নারী বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গাজীপুরা এলাকার ইমন হোসেনের ছেলে কাউসার ওই নারীকে ১ বছর যাবৎ কু- প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীর ক্ষতি সাধন করেব বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ২৬মে রাত আনুমানিক ৮টার দিকে একই গ্রামের প্রতিবেশী ইনুস আলীর মেয়ে নাজমা বেগমের নির্মার্ণাধীন বিল্ডিংয়ের পাশে আম কুড়াতে গেলে ওই নারীর মুখ চেপে ধরে জোরপুর্বক বিল্ডিংয়ের ভিতর নিয়ে যায় এবং মুখ, হাত ও পা বেধেঁ ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষণ করে।
ঘটনার বিষয়ে কাউকে কোন কিছু না জানানোর জন্য চাপ প্রয়োগ করে মুখ, হাত ও পায়ের বাঁধন খুলে চলে যায় ধর্ষক কাউসার।
পরে ধর্ষিতা নারী বাদী হয়ে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেন। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ্ জানান ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।









Discussion about this post