এনএনইউ ডেক্স :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আবুল কালাম (৫০) নামে এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়িওয়ালার ধারনা ডাকাতিতে বাধা দেয়ায় আবুল কালামকে হত্যা করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) ভোরে ফতুল্লার পূর্ব শাহী মহল্লার এমএ মতিনের বাড়িতে এঘটনা ঘটে ।
নিহত আবুল কালাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাতপাশা গ্রামের মৃত.আব্দুল গনি ঢালির ছেলে। সে স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে নিয়ে ফতুল্লার শাহীবাজার এলাকার আলাউদ্দিন ডাক্তারের বাড়িতে ভাড়া থাকেন এবং একই এলাকায় নৈশপ্রহরীর কাজ করেন ।
বাড়িওয়ালা মতিনের মেয়ের জামাই এনায়েত হোসেন জানান, সে তার শশুরের বাড়িতে স্বপরিবারে বসবাস করে ব্যবসা করেন। ঈদের পর ১৫ আগস্ট স্বপরিবারে গ্রামের বাড়ি বরিশাল জেলায় বেড়াতে যায়। বুধবার সকাল সাড়ে ৭টায় গ্রামের বাড়ি থেকে এসে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো ছড়ানো ছিটানো। দ্বিতীয় কক্ষে এ অবস্থা দেখে তৃতীয় কক্ষে গিয়ে দেখেন নৈশপ্রহরী আবুল কালামের মুখে কচটেপ পেচানো গলা কাটা রক্তাক্ত নিথর দেহ খাটের উপর পড়ে আছে। এরপর আশপাশের লোকজনদের জানায়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনাটি তদন্ত করে মূল তথ্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ ।









Discussion about this post