নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লিংক সড়কে অজ্ঞাত মাইক্রোবাসের চাপায় রানু বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ফতুল্লার খাঁন সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার এসআই সঞ্জয় জানান, দুপুর দেড়টায় রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী অজ্ঞাত একটি মাইক্রোবাস রানু বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ফতুল্লার দাপা এলাকায় ভাড়া বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









Discussion about this post