নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ভেতর থেকে ইমাম দিদারুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দিদারুল ইসলামের গ্রামের বাড়ি খুলনার তেরখাদা থানার রাজাপুর গ্রামে।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ইমাম সাহেব নিজ বাড়ি খুলনায় গিয়েছিলেন। মঙ্গলবার খুলনা থেকে ফিরে মসজিদে আসেন তিনি। ভোরে ফজরের আজান না দেয়ায় মুসল্লিরা মসজিদে ইমামের খোঁজ করতে যান। মসজিদে গিয়ে ইমামের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির সাংবাদিকদের বলেন, ভোরে খবর পেয়ে আমরা ইমামের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছি।
কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে আমরা এখনো কোনো মোটিভ পাই নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। আমরা হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কাজ করছি।









Discussion about this post