নারায়ণগঞ্জ শহরের ক্রাইমজোন হিসেবে পরিচিত জিমখানা মন্ডলপাড়া এলাকায় আবার মাদক কারবার ও ছিনতাইয়ের ভাগবাটোয়ারাসহ পুরানো হত্যাকাণ্ডের দ্বন্ধের জের ধরে নাসির (২২) নামের যুবক প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) শহরের মন্ডলপাড়াস্থ মা রেস্টুরেন্টে একসাথে খাবার খেয়ে বিল পরিশোধ করেই রাত সাড়ে ৭টায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত সটকে পরে সন্ত্রাসীরা।
ছুরিকাহত নাসির কে রাত ৮ টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিনক নাসিরকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসিরের মা সাজেদা বেগম বলেন, আমার পোলা আমার জন্য মার্কেট করতে আট হাজার টাকা নিয়ে বাড়ি থেইক্কা বের হইছে সন্ধ্যার পর। টাকা নিতেই ছিনতাইকারীরা আমার নাসিররে মাইরা ফালাইছে। ওরা চার ভাই সকলেই হোসিয়ারীর ব্যবসা করে ।
অপরদিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গের সামনে কান্নারত অবস্থায় বড় ভাই আল আমিন জানায়, নাসিরকে ম্যাংগো, আলমসহ কয়েকজন ফোন করে ডেকে আনে। আলমসহ অন্যান্য কয়েকজন এর আগে থ্রেট দিছিলো ‘তোরে মাইরা ফালামু’ কইয়া।
হাসপাতাল সুত্র থেকে জানা যায়, ফতুল্লার কাশিপুর এলাকার আল সাবাহ এলাকায় ভাড়া বাড়িতে বাবা মা ভাইদের সাথে থাকতো নাসির। পিতা বাবুল শেখের ছয় পুত্রের মধ্যে সকলের ছোট নাসির (২২)।
এ ঘটনার পর সদর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন শাহাদাৎ হোসেন।









Discussion about this post