ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মাইক্রোবাসে ৫ জন যাত্রী থাকলেও সকলকেই নিরাপদে রয়েছেন।
বুধবার (১০জুলাই) সকালে মহা সড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙ্গে তাদের উদ্ধার করে। কেউ কোন ধরণের হতাহত হন নাই ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। মাক্রোবাসে ৫ জন যাত্রী ছিল বলে জানা যায় । তারা কেউ আগুণে ক্ষতিগ্রস্থ হন নাই । একজনের মাথায় চুলে সামান্য পুড়েছে । তাও তেমন না । সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন।









Discussion about this post