আড়াইহাজারে পুকুরের পানি সেচ নিয়ে ঝগড়া করে ছোট বোনের স্বামী সাফির মারপিটে সম্বন্ধী শামছুল (৪৫) ঘটনাস্থলে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও এলাকায়। নিহত শামছুল ওই গ্রামের ছানাউল্লাহর ছেলে এবং ঘাতক সাফি একই গ্রামের হাছেন আলী পুত্র।
নিহত শামছুলের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ঘটনার সময় সম্বন্ধী শামছুলের পুকুর থেকে নিজের প্রয়োজনে পানি সেচ করতে যায় বোন জামাই সাফি। এতে বাধা দেন সম্বন্ধী শামছুল। ফলে সম্বন্ধীর উপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারী ভাবে মারধর করেন বোন জামাই সাফি। ফলে ঘটনাস্থলেই মারা যান শামছুল।
এ সংবাদ পেয়ে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে যান। এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। ওসি জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









Discussion about this post