সিদ্ধিরগঞ্জে মো. আবির হাসান (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় গোদনাইল নয়াপাড়া এলাকায় তার বাসায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আল ইসলাম জানান, নয়াপাড়া এলাকার মো. আমল হোসেনের ছেলে আবির হাসান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে বাঁশের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছিল। পরে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post