এনএনইউ ডেক্স :
নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনে সোনারগাঁয়ে ল্যাব কেয়ার ইন্ডাষ্ট্রিজ নামক একটি অবৈধ কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নয়াপুর বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তর ওই অভিযান চালায়। কারখানা থেকে ৪ টন অবৈধ পলিথিন ও পলি প্রোপাইলিন শপিং ব্যাগ ও ব্যাগ তৈরীর কাঁচামাল জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো. সাঈদ আনোয়ার, র্যাব-১১’এর এএসপি মোস্তাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মইনুল হক।









Discussion about this post