নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ক-সার্কেল) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরাফিল প্রধানকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে ঘটে যাওয়া সহিংসতায় তার সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। তবে এখনও তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি আরও বলেন, ইসরাফিলকে সম্প্রতি সংগঠিত নাশকতা-সহিংসতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে।
কাউন্সিলর ইসরাফিল প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের পা ছুয়ে আওয়ামী লীগে যোগ দেন। এখন আবার তিনি ওয়ার্ড বিএনপির কমিটিতে নাম লিখিয়েছেন।
মূলত: কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে নানা অপকর্মের সাথে জড়িত থেকে নিজের স্বার্থ হাসিল করতেই বহুরূপী রাজনৈতিক আচরণ করেন এই কাউন্সিলর।









Discussion about this post