তিনি ম্যাজিস্ট্রেট ! পরিচলনা করেন ভ্রাম্যমাণ আদালত । বাড়ি তার মুন্সীগঞ্জের রাঢ়ীখাল। থাকেন রাজধানীর বাসাবো এলাকায়। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে এসে গণপিটুনি খেয়ে এখন সোনারগাঁওয়ের শ্রীঘরে ।
এমন একজন ভূয়া ম্যাজিস্ট্রেটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে।
ঔষধ প্রশাসনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে গণধোলাইয়ের শিকার হন তিনি।
আটককৃত ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী ব্যাক্তির নাম মো. সারোয়ার হোসেন (৫২)। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাঢ়ীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে সোমবার বিকেল ৩টার দিকে নয়াপুর বাজারে নিজেকে ঔষধ প্রশানের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান ওই ব্যক্তি। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এক পর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও ঔষধ প্রধাসনের চাকুরীজিবী প্রমাণ পত্র চাওয়ার পর তা দেখাতে পারেনি। এমনকি তখন তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপার্দ করে।
আটককৃত ব্যক্তি বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটকের পর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপার্দ করা হবে।









Discussion about this post