আড়াইহাজারে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।
বুধবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. এরশাদুল আলম এ রায় দেন।
আদালত আড়াইহাজারের হাইজাদী এলাকার মো. সৈকত (২৩), একই এলাকার মো. কাউছার (২৩) ও শামীম (২৮) নামে ওই তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় কাউছার আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন এখনো পলাতক।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২০ সালে আড়াইহাজার থানার একটি হত্যা মামলার দায়ে মামলায় তিনজনের যাবজ্জীবন ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাদণ্ড হবে।
নারায়ণগঞ্জ জেলা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালের ১৭ মে আড়াহাজারের সেন্দী এলাকার মাহবুব নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। ওই মামলায় দুই আসামির জবানবন্দি ও ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয়া হয়েছে।









Discussion about this post