সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এলাকাবাসী। শনিবার (১৭ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভাঙ্গারপুল এলাকায় এ কর্মসূচী পালন করে সাধারণ ছাত্ররা। এর আগে ছাত্ররা ভাঙ্গারপুল লেকপাড় মঞ্চ এলাকায় বিভিন্ন গ্রাফিতি অংকন করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জে এম আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র নেতা দেলোয়ার হোসেন খোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ, আরিফ তুহিন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সমন্বয়ক মেহরাব হোসেন প্রভাত, সমন্বয়ক নাহিদুর রহমান সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ কারী শিক্ষার্থী ফয়সাল, রিফাত, সাব্বির, হৃদয়, রুবেল, সিয়াম, এনামুল, ইমন, নাহিদ, শাকিল, শিপন, ফারহান, অন্তর, তানভীর, ইফাদ, সাইফুল, মারিয়া মীরা, তামান্না, জুই ও সাদিয়াসহ সাধারণ শিক্ষার্থী এবং সর্বসাধারণ।

আলোচনা সভায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা ও আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ সার্বিক সহযোগীতার দাবি জানানো হয়। পাশাপাশি সমাজের কোন স্তরেই যেন কোন প্রকার বৈষম্য না থাকে এবং অত্যাচার নিপীড়ন হলে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আলোচকরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ বলেন, ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। নিহতদের জন্য আমাদের দোয়া- মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন। আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী নিহত ছাত্রদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন- ধনকুন্ডা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নাজমুল হক নোমানী। এতে তিনি দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন।









Discussion about this post