সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দিপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান, কাউন্সিলর শাহজালাল বাদল, মতিউর রহমান মতিসহ ৫১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
শিমরাইল এলাকায় হাফেজ সোলায়মান (১৯) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় তার দুলাভাই শামীম কবির বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মামলাটি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোডে ডাচ বাংলা ব্যাংকের সামনে দুর্বৃত্তের গুলিতে তার শ্যালক সোলাইমান ডানপাশের রানে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে পথচারীদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যু হয়।









Discussion about this post