নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানান তিনি।

আগুনে গোডাউনে রাখা শিপমেন্টের সাত লাখ পিস পলো টি শার্ট, ১০ টন ফেব্রিক্স, কাটিং মেশিনসহ অন্যান্য গার্মেন্ট সামগ্রী পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি।
এ সময় আদমজী ইপিজেড, ডেমরা, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসসহ মোট ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। তদন্ত করে অগ্নিকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করা হবে।









Discussion about this post