ওসমান পরিবারের মালিকানাধীন এক সময়ের জাতীয় পার্টির কার্যালয় হিসেবে পরিচিত শহরের বঙ্গবন্ধু সড়কের বর্তমানে হোয়াইট হাউজ রেস্টুরেন্ট থেকে অবৈধ গ্যাস সংযোগ থাকার অপরাধে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষ।
শাসক দলের রাজনীতির কারণে এবং চরম ক্ষোভ থেকে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ব্যাপক ভাংচুর ও লুটপাট করলে হোয়াইট হাউজ রেস্টুরেন্ট টি ধ্বংসযজ্ঞে পরিণত হয় । এমন ঘটনার কিছুদিনের মধ্যেই হোয়াইট হাউজ রেস্টেুরেন্ট ফের সংস্কার করে ব্যবসা শুর করে।
আর এমন ঘটনার মধ্যেই আবার অবৈধ তিতাস গ্যাস সংযোগের জন্য অভিযান চালাণো হলো সমালোচনার ঝড় উঠে ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, হোয়াইট হাউজ কর্তৃপক্ষ আমাদের একজন বৈধ গ্রাহক। তারা নিয়মিত বিল পরিশোধ করলেও এই রেস্টুরেন্ট থেকে গ্যাসের একটি সংযোগ আবাসিকে দেওয়া হয়েছে। যা অবৈধ হিসেবে গণ্য। এ কারণে খবর পেয়ে তিতাসের একটি টিম স্পটে গিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে জরিমানার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তদন্ত করে হোয়াইট হাউজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমন ঘটনার পর নগরীতে অনেকেই সমালোচনা করে বলেন, কতদিন যাবৎ চলছিলো এই অবৈধ সংযোগ ? কেন এই অবৈধ সংযোগ কোন সংস্থার নজরে আসে নাই ? তরে কি অবৈধ এই সংযোগ যারা দিয়েছিলো সেই ওসমান পরিবারের ক্ষমতার কারণে ভয়ে এতোদিন কিছু বলতে সাহস করে নাই তিতাস ? তিতাসের অসংখ্য অবৈধ সংযোগ কেন এখনো বহাল রয়েছে ? শহর এলাকায় যেমন তেমন ফতুল্লা কাশিপুরের প্রায় প্রতিটি বাড়িতে একাাধিক সংযোগসহ এখনো হাজার হাজার অবৈধ সংযোগ চালু রয়েছে ? আর সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ ও বন্দরে অসংখ্য অবৈধ সংযোগ দিয়ে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা আঙ্গুল ফুলে করাগাছ বনে যাচ্ছেন । হোয়াইট হাউজ রেস্টুরেন্ট থেকে একটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও হাজার হাজার ওই সংযোগ বিচ্ছিন্ন করবে কে ?








Discussion about this post