‘কথায় আছে অতি লোভে তাতী নষ্ট !’ এমন প্রবাদের প্রমাণ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতারা। সেই হিসেবে আদমজী ইপিজেড নিয়ন্ত্রণ নিতে গিয়ে বিতর্কিত কর্মকন্ড করে পদ হারালেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর।
আংশিক কমিটি ঘোষণার প্রায় দেড় বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাড়াই মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর কমিটি এবং অধীনস্থ সকল ইউনিট কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ১৭ সেপ্টেম্বর রাতে এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পালা বদলের পর গা-ঢাকা দেয় নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী কাউন্সিলর মতিউর রহমান মতি পুরো বাহিনী নিয়ে। কাউন্সিলর মতি বাহিনী গা-ঢাকা দেওয়ার পর পলাতক থেকেই মতি তার ভাগিনা মামুন ও পানি আক্তারকে নিয়ে ইপিজেড থেকে বেশ কয়েকটি পোশাক কারখানার ওয়েস্টিজ ব্যবসা দখলে নিয়ে নেয় মহানগর ছাত্রদলের সভাপতি পরিচয়ে রাকিবুর রহমান সাগর।
তিনি দলীয় নির্দেশনা অমান্য করে ইপিজেডের বেশ কয়েকটি কারখানা গিয়ে হুমকি ধামকি দিয়ে ওয়েস্টিজ মালামাল নামিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
একটি সূত্র জানায়, মহানগর ছাত্রদলের সভাপতি পরিচয়ে দলীয় প্রভাবখাটিয়ে রাকিবুর রহমান সাগর আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস ছাড়াও সিমবা-১, সিমবা-২, সিমবা-৩, ডিএনডি এবং ইয়োকোহামা গার্মেন্টের ওয়েস্টিজ মালামাল হুমকি ধমকি দিয়ে দখলে নিয়ে নেন।
এদিকে গত ৮ সেপ্টেম্বর চাঁদাবাজি ও দখলবাজি ঘিরে আদমজী কদমতলী এলাকায় সাগরের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় বিএনপির কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় পরদিন ১০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাগরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে ৭নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম ঢালী মনে করেন, আদমজী ইপিজেড নিয়ন্ত্রণে নিতে গিয়ে বেপরোয়া কর্মকান্ডের কারণেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতির পদ থেকে রাকিবুর রহমান সাগরকে সরিয়ে দেওয়া হয়েছে। সাগরের বাবা প্রয়াত কাশেম ওরফে গরাকাটা কাশেম। তাকে নারায়ণগঞ্জের কে না চিনেন । তার সম্মানের দিকে তাকিয়ে হলেও এমন কর্মকান্ড করা উচিত হয় নাই রাকিবুর রহমান সাগরের । এমন ঘটনায় ‘অতি লোভে তাতী নষ্ট’ করলো সাগর ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। দলীয় পদ পদবী ব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজিসহ কোন অপকর্ম করে কেউ পার পাবে না। সাগরের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়াই প্রমাণ করে কেই অপকর্ম করে কেউ রেহাই পান না। কেউ পার পাবে না।









Discussion about this post