আড়াইহাজারে পরিত্যাক্ত অবস্থায় ১২০টি টিয়ারসেল ও ৩০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দী কবরস্থান এলাকা থেকে এগুলো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সবকিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙ্গে অস্ত্র, গোলাবারুদ , সাউন্ড গ্রেনেড ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন বাকি অস্ত্র ,গোলাবারুদ ও অন্যান্য লুন্ঠিত মালামাল উদ্ধারে আইন শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
তবে থানায় অগ্নী সংযোগ ও লুটপাটের ঘটনায় অজ্ঞাত ৫/৭ হাজার লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত ওই মামলায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।









Discussion about this post