আওয়ামী লীগের সরকারের শাসনামলের দেশের অন্যতম গডফাদার শামীম ওসমানের উল্লেখযোগ্য সহযোগী ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্লাহ আজমত (৫০) কে গ্রেফতারের পর ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে র্যাব-১১’র সদস্যরা।
রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্ট থেকে আজমত কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আজমত উল্লাহ আজমত ফতুল্লা মডেল থানার কাঠেরপুল এলাকার মৃত কালু ড্রাইভারের পুত্র।
সোমবার রাতে তাকে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সোমবার রাতে আজমত উল্লাহ কে গ্রেফতার করে দিবাগত রাত তিনটার দিকে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে র্যাব-১১’র সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষন সহ হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় আজমতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
শরিফুল ইসলাম আরো জানান,ফতুল্লা থানায় আগস্ট মাসে ২২ তারিখে দায়ের করা ইব্রাহিম হত্যা মামলার ২২ নাম্বার এজাহারনামীয় আসামী। সেই মামলায় আজ(মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে থাকা অপর মামলাগুলোতে পরবর্তীতে শোন এরেস্ট দেখানো হবে।
উল্লেখযোগ্য এই মামলা ছাড়াও আজমতের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।









Discussion about this post