আড়াইহাজারে ইমন (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার বিকেলে তার শোবার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত ইমন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী একতাপাড়া এলাকার আলতাব হোসেনের পুত্র। সে নেশায় আসক্ত ছিলো বলে জানা গেছে।
নিহতের ভগ্নিপতি আলাউদ্দিন জানান, ইমন নেশায় আসক্তসহ বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাকে সুপথে আনার চেষ্টা করে পরিবাররের লোকজন ব্যার্থ হয়। শেষ পর্যন্ত পরিবারের শাসনের হাত থেকে নিজেকে আড়াল করার জন্য শুক্রবার দুপুরে তার শোবার ঘরের ধন্যার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।









Discussion about this post