জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া নয়পাড়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ওই এলাকার হায়দার এবং শফিকুল গংদের সহিত কল্যান্দী বালিয়াপাড়া গ্রামের ইদুর দীর্ঘদিনের দ্বন্ধ চলে আসছিল। শুক্রবার এ বিষয়ে মিমাংসা দেয়ার জন্য আড়াইহাজার থানা পুলিশ উভয় পক্ষকে থানায় হাজির হতে বলে।
শুক্রবার বিকেল ৫টায় হায়দার এবং শফিকুল তাদের কাগজপত্র এবং লোকজন নিয়ে থানায় হাজির হলেও ইদু গং পুলিশের ডাকে থানায় হাজির হয়নি। পরে বিষয়টি অমীমাংসিত থেকে গেলে থানা থেকে বাড়ী যাওয়ার পথে ইদু গংদের পক্ষে হাবিবুর, গোলজার এবং মহি গং একই গ্রামের সজীবের হুকুমে হায়দার গংদের উপর সন্ত্রাসী হামলা করে।
এ সময় প্রতিপক্ষের হামলায় হায়দার (৭০), মাসুদা (৩৫), শফিক (৪০), ছলিমুন (৬০) আহত হন। তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন বলে আহত হায়দার আলী জানান।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post