সিদ্ধিরগঞ্জে বসবাসরত ঘর থেকে মো: আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামের বৃদ্ধ দুই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশস্থ আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
আবদুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, মৃতরা উভয় দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে ওরা দুজন গাড়ি চালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করে।
(ওসি) আল মামুন জানান, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।









Discussion about this post