বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ ১৭ জনকে আটক করেছে র্যাব। এ ঘটনায় আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
সোমবার রাতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আকতারুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে র্যাব-৩ এ অভিযান চালায়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আকতারুজ্জামান জানান, রুপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত প্রকাশ্য গাঁজা বিক্রি করে আসছিল স্থানীয় মাদক ব্যবসায়ীরা। রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন ও জিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সজীব,ফারুক,সাহেব আলী,মেহেদী, রমজান,মোহাম্মদ আলী সহ অপর ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বসীর আহাম্মদ সহ অন্যান্য কর্মকর্তারা।









Discussion about this post