বাংলাদেশ সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা ওরফে বোছা লিটনকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের অনুমোদন পেয়েছে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ ৷
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালত শনিবার (২ নভেম্বর) এমন আাদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আব্দুস শাফিউল আলম ৷
আব্দুস শাফিউল আলম বলেন, লিটন সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ বিচারক ।
রাজধানীর বেইলী রোডের বাসা থেকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার হলে লিটন সাহা ওরফে বোছা লিটনকে পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ ৷
ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা ওরফে বোছা লিটন ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
এমন ঘটনায় পুরিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, “গোপন সূত্রে তথ্য পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে লিটন সাহাকে গ্রেপ্তার করেছে ৷ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে৷ ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ৷’
পুরো নগরবাসীর কাছে লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গত নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি করে তিনি সমালোচিত হন।









Discussion about this post