ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহন তালুকদার রাফি নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
এ দূর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু কাব্য (১৯)।
ঘটনাটি ঘটেছে শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ।
নিহন তালুকদার রাফি এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।
হতাহতদের অপর বন্ধু রাসেল ও শিবলু জানান, বিকেলে কাব্য ও নিহন তালুকদার রাফি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
কিছুক্ষণ পরেই ফোনে মাধ্যমে খবর আসে, সাইনবোর্ড প্রো অ্যাকটিভ হাসপাতালের সামনে একটি মটর সাইকেল দুর্ঘটনা ঘটেছে। সাথে সাথে ঘটনাস্থলে এসে জানতে পারি, একটি মাছের ট্রাক মোটর সাইকেলটিতে ধাক্কা দেয়, এতে ছিটকে পড়ে কাব্য সামান্য আহত হলেও গুরুতর আহত হয় নিহন তালুকদার রাফি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহন তালুকদার রাফিকে মৃত ঘোষণা করেন। আর কাব্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত রাফি তালুকদারের মামা জনি জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তার বাবা হিরন তালুকদার ব্যবসায়ী আর দুই ভাইয়ের মধ্যে বড় নিহন। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। ঘুরতে যাচ্ছে এটি বলেই বিকেলে বাসা থেকে বের হয়েছিলো নিহন তালুকদার রাফি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মকর্তা মাসুদ মৃত্যু বিষয়ে নিশ্চিত করে বলেন, রাফি তালুকদারের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post