রূপগঞ্জের স্কুলছাত্রী প্রিয়াংকা হত্যা মামলায় হাসান (২৮) নামের এক যুবকের যাবজ্জীবন করাদন্ডের দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এমন রায় প্রদান করেন
দন্ডিত হাসান রূপগঞ্জের বরাবোর ফজলুল হকের পুত্র।
বিজ্ঞ বিচারক কর্তৃক এমন রায়ের বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ২০১৭ সালে থানায় দায়ের করা মামলায় আদালত হাসানকে একেবারে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন।
নারায়ণগঞ্জ আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব এলাকার ২০১৭ সালের ৬ নভেম্বর মহিউদ্দিনের মেয়ে জেএসসি পরীক্ষার্থী প্রিয়াংকার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
প্রিয়াংকা বরাব এলাকায় অবস্থিত হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
প্রিয়াঙ্কা হত্যাকাণ্ডের ঘটনায় বাবা মহিউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলায় দায়ের করেন। সেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক তার আদালতে উল্লেখিত রায় প্রদান করেন।









Discussion about this post