আড়াইহাজার প্রতিনিধ :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে এবং প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সুলভ মূল্যে ডিম বিক্রি করা শুরু হয়েছে।
বুধবার ( ৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রানী সম্পদ অফিসের সামনে এ কার্যক্রম শুরু করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান ভুঁইয়া। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় প্রানী সম্পদ অফিস।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিম বিক্রেতা প্রতিষ্ঠান দোকান খুলে বসেছেন। ক্রেতারা লাইন ধরে ডিম ক্রয় করছেন। এক হালি ডিমের দাম ৪৬ টাকা, এক ডজন ডিমের দাম ১৪০ টাকা এবং এক খাঁচি ডিম ৩৪৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
ডিমের বর্তমান দূর্মূল্যের বাজারে বাজার দর থেকে অনেক কম দামে ডিম ক্রয় করতে পেরে ক্রেতারা অনেক খুশি। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।









Discussion about this post