মধ্যরাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে সোনারগাঁওয়ের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইন থেকে চোরাই সংযোগ দিতে গিয়ে সংযোগ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত (৭) জন অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন ।
সোমবার (১১ নভেম্বর) রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটলে দ্রুত রোকজন তাদের উদ্ধার করে।
এমন চোরাই সংযোগের বিষয়টি ধামাচাপা দিতে এরই মধ্রে ব্যাপক তৎপরতা চালাচ্ছে চোরাই সংযোগ গ্রহণ ও সংযোগ দেয়া চক্র।
আহতদের মধ্যে দুই (২) জন শঙ্কামুক্ত, বাকি ৫ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। দগ্ধদের মধ্যে ৫ জনকে ঢাকায় বার্ন ইনিস্টিউটে ভর্তি রয়েছে।
বার্ন ইউনিটের সূত্র জানিয়েছে, দগ্ধ চার জনকে ভর্তি করা হয়েছে এবং তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধদের মধ্যে মোঃ সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মোঃ শাহজালাল (৩৫) জয় (২০), মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ।









Discussion about this post