দীর্ঘদিন যাবত শ্রমিকদের বেতন পরিশোধ না করায় অবন্তী গার্মেন্টসের মালিক আসলাম সানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে নারায়ণগঞ্জ কল-কারখানা অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা ১১ নভেম্বর সোমবার গণমাধ্যম কে জানান, জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল শ্রমিকদের সাথে আলোচনা করেছে। বেতন পরিশোধ না করায় কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কল কারখানা অধিদপ্তর।
শ্রমিকদের আশ্বস্ত করে সেলিম বাদশা বলেছেন, এই মামলার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের টাকা পাবেন।
জানা যায়,দীর্ঘদিন যাবত ফতুল্লায় অবন্তী কালারটেক্স কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনের পর আজ সোমবার ( ১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।
সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরী শাসনগাঁওয়ে অবস্থিত অবন্তী কালারটেক্স লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভে নামেন এবং সড়ক অবরোধ করেন।
পুলিশের জানায়, সকালে সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত অবন্তী কালারটেক্স লিমিটেড পোশাক কারখানার সামনে শত শত শ্রমিক বকেয়া বেতন ও কারখানা লে-অফ পরবর্তী পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করার এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করে । যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এই ঘটনায় ।
এমন খবরে সেনাবাহিনী, থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অবন্তী কালারটেক্সের শ্রমিকেরা ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে আনার চেষ্টা করে। তাঁরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করে । এমন আন্দোলনে বিসিকের ৩০টি কারখানা সাময়িক ছুটি ঘোষণা করা হয়। দুপুরে বিসিকের মালিকপক্ষের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিয়ে আন্দোলনকারী শ্রমিকরা সটকে পরে।
এক সময়ের নি:স্ব আসলাম সানী তোলারাম কলেজে পড়তে এসে নারায়ণগঞ্জে চারজন বন্ধুর সাথে নিয়ে ব্যবসা শুরু করে। এরপর প্রতারনা করে বন্ধুদের তাড়িয়ে কোটি হাজার হাজার কোটি টাকার্ণ করে বিদেশে পাচার করে। মূলত: নরসিংদীর বেলাব এলাকার বাসিন্দা আসলাম সানী । বেলাবো উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসলাম সানি। যিনি অবন্তী কালারটেক্স লিমিটেড কারখানার মালিক। বিকেএমইএর সাবেক সিনিয়র সহ সভাপতি আসরাম সানীর বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের গুঞ্জন রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি কারখানার কাচ ভাঙচুর করে ক্ষতি সাধন করে।
শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক সেলিম বাদশা গণমাধ্যমকে জানান, গত দেড় বছর যাবৎ বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে কারখানাটিতে ঝামেলা চলছে । গত মাসে কারখানা লে-অফ ঘোষণা করেছে আসলাম সানী। বকেয়া বেতন ও লে-অফ পরবর্তী পাওনার দাবিতে দীর্ঘদিন ধরে শ্রমিকেরা আন্দোলন করে। আজ সোমবার সকালেও শ্রমিকেরা বকেয়া বেতনসহ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে সড়ক অবরোধ করে ও ইটপাটকেল নিক্ষেপ করে।
এমন ঘটনায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমকে জানান, শ্রমিকরা বিক্ষোভ করলেও বিকেলে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে । যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় আছে ।









Discussion about this post