রূপগঞ্জের পূর্বাচলের একটি লেক থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা যুবকের সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে ৩ টি পলিথিনে লাশের খণ্ড উদ্ধার করা হয়েছে ।
এমন লোমহর্ষক বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী।
অজ্ঞাতনামা এই যুবকের বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, আজ সকালে কাঞ্চন-কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান একজন রিকশাচালক। পরে তিনি স্থানীয় আরও কয়েকজনকে ডাক দিলে পলিথিনে মোড়ানো ব্যাগগুলো দেখতে পেয়ে পুলিশ খবর দিলে পুলিশ এই ব্যাগ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত বলেন, “ধারণা করছি এই যুবককে তিন চারদিন আগে হত্যা করা হয়েছে । হত্যার পর তার দেহের বিভিন্ন অংশ কেটে টুকরো করে পলিথিন ব্যাগে করে লেকে ফেলে দেয় অপরাধীরা। তার শরীরের দুটো অংশ এখনো পাওয়া যায়নি। খুঁজেও পাইনিখন্ডিত অংশ।”
এমন লোমহর্ষক ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই সদস্যরা আলামত সংগ্রহ করে পৃথক তদন্ত অব্যাহত রেখেছে ।









Discussion about this post