নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১ দিনে মহিলাসহ ৩ টি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার ( ১৩ নভেম্বর) বিকালে বন্দর উপজেলার পৃথক স্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করে। মো: রুবেল (২৫), রুবেল (৩০) ও রুমি গাইন (২২)।
রুমি গাইন নিজ ভাড়া বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
বন্দরে একই দিনে ২ টি হত্যাকান্ডের ও একজন নারীর আত্নহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃািষ্ট হয়েছে ।
সূত্র মতে, নারায়নগঞ্জ জেলার বন্দরের মুছাপুর ইউনিয়নের হরিবারি এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে রুবেল (৩০)। ১৩ নভেম্বর বিকালে রুবেলের লাশ উদ্ধার করে। কে বা কারা হত্যা করেছে তা এ রির্পোট লেখা পর্যন্ত জানা যায় নাই ।
অপরদিকে আজ বুধবার সন্ধ্যার পূর্বে মদনগঞ্জ-মদনপুর সড়কের নবীগঞ্জ রেললাইন ব্রীজের নীচে অর্ধগলিত যুবক মো: রুবেল (২৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারায়নগঞ্জ সদর থানার মজিদ খানপুর এলাকার কালাচান মুন্সির ছেলে রুবেল। কালাচান মুন্সির ছেলে পরিবারের সাথে বন্দর ইউনিয়নের কদমতলী রুপনগর এলাকার ভাড়াটিয়া।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৩ নং ওর্য়াডের কদম রসুল শাখা অফিস সংলগ্ন রুমি গাইন (২২) আছর নামাজ আদায় শেষে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। নিহত রুমি গাইন মোঃ আমির হোসেনের মেয়ে ও কদমরসুল সিটি কর্পোরেশন, ২৩ নং ওয়ার্ড আঃ বাতেন খানের ৪ তলা বিল্ডিংয়ের ভাড়াটিয়া।
রুমি গাইন ৪ ভাইবোনের মধ্যে ২য় ও চাঁদপুর জেলার হাইমচর থানার চরভৈরবী এলাকার আমির হোসেনের মেয়ে।
বন্দরের নবীগঞ্জ, হরিবারি ও কদম রসুল এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শংকায় রয়েছে।
এমন ঘটনায় বন্দর ফাঁড়ি পুলিশের পরিদর্শক এইচ এম মাহমুদ জানান, নবীগঞ্জ রেললাইন ব্রীজের নীচের অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তেমনি হরিবারি থেকে যুবক রুবেলের লাশ উদ্ধার করা হয়েছে। কদম রসুল এলাকা থেকে রুমি গাইন নামের আত্মহত্যাকারীর লাশ উদ্ধার করলেও তদন্ত ছাড়া কোনটির বিষয়ে সঠিক বলা যাবে না। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।









Discussion about this post