সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।
সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট ৫টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে আগুন নিয়ন্ত্রণে।
সকাল নয় টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনার ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন পুরোপুরি নেভাতে কাজ করে যাচ্ছে ।
সোনারগাঁয়ে ফ্রেশ টিস্যুর গোডাউনে আগুন লাগার পর প্রথমে সোনারগাঁও ফায়ার সার্ভিসের পরে একে এক গজারিয়া ও গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এরপর বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টার মধ্যে আগুণ নিয়ন্ত্রণ করে ।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন বিভিন্ন স্টেশনের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ।









Discussion about this post